সপ্তাহে একটা করে পছন্দের মিউজিক ট্র্যাক অডিও স্ট্রিমিং এ দিয়ে রাখছি। এই পেজে সেসবের একটা তালিকা পাওয়া যাবে।
প্রতিটি বইয়ের সঙ্গে কিছু গল্প আমাদের জীবনে জমা হয়, একই কাজ করে সঙ্গীত। একেকদিন কোন গান শুনেও হঠাৎ আমাদের মনে পড়ে যায় ফেলে আসা ঘটনা, সময়, মানুষ – আমরা ডুবে যাই আনন্দে আর বিষণ্ণতায়। আমরা পথ হারিয়ে ফেলি যার যার স্মৃতির বাগানে। যা হারায় জীবন থেকে, তা ফিরে পাবার আক্ষেপ হয় সুতীব্র।