
প্রথমেই বলা যাক বৃটিশ সাহিত্যিক রোয়াল্ড ডালের বইগুলোর নতুন পাফিন এডিশনের কথা। অভিযোগ আসে যে, ডালের উপন্যাসগুলোয় একশোরও বেশি জায়গায় সংশোধনের নামে পরিবর্তন করেছে পাফিন সম্পাদনা পর্ষদ, যারা আসলে পেঙ্গুইন র্যান্ডম হাউজেরই একটা সাবডিভিশন। তাদের মতে, বাচ্চারা যেহেতু এই বইগুলো পড়বে, লেখকের ব্যবহৃত বডিশেমিং উস্কে দিতে পারে এমন শব্দ বা নারীদের ছোটো করে দেখা হয় এ ধরণের বিষয়গুলো বদলে দেওয়ার চেষ্টা করা হয়েছে।