বিশ্বকাপের পর্দা নেমে গেলো। ফুরলো গত এক মাস ধরে চলা আনন্দ-বেদনা, নাটকীয়তা, ট্র্যাজেডি ও ট্রায়াম্পের মিশেলে পৃথিবীর শ্রেষ্ঠতম এই আয়োজনের।
কত কত স্মৃতি, কত রাত জাগা, আড্ডা, আলাপ, তর্ক ও উল্লাস। মাঠের পাশাপাশি ফুটবল তো এবার আসলে চলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতেও। ফুটবল সেরা খেলা, সেই শ্রেষ্ঠত্বের নির্মাতা আসলে সমর্থকেরাই। পৃথিবীজুড়ে শতকোটি মানুষের প্রাণের খেলা ফুটবল। আমি নিজেও তাদের একজন।
কোনো দলের খেলা থেকেই আনন্দ নিতে কার্পণ্য করি না। তবে অমোঘ সত্য, কোনো ভাবে আমি নিরপেক্ষও নই। আর্জেন্টিনা এবং লিও মেসির একনিষ্ঠ ভক্তদের একজন আমি। আমার ফুটবলীয় ফ্যানডম লিওনেল মেসির ক্যারিয়ারের সমান বয়সী।
বুঝতেই পারছেন, মেসি এবং তার দল বিশ্বকাপ জেতায় কেমন ব্যাখ্যাতিত আনন্দে ভাসছি। এ লেখাটিতে রইল কাতার বিশ্বকাপের একমাস জুড়ে ফেসবুকে পোস্ট করা আমার বিভিন্ন সময়ের এলোমেলো চিন্তাভাবনা আর অনুভূতিমালা।
সূচি
শুরু – সৌদি আরবের কাছে আর্জেন্টিনা হেরে যাওয়ার আগে ও পরে
১
কাতারে বহু শ্রমীক মারা গেছেন ফিফা ওয়ার্ল্ডকাপ এর আয়োজনে যাবতীয় নির্মাণ কাজের সময়। এটা একটা ডার্ক দিক। কাতার পর্যাপ্ত লেবর সেফটি দিতে ব্যর্থ হয়েছে।
আবার, এই নির্মাণ শ্রমীক যারা জীবিত আছেন, তারা প্রচুর টাকা রেমিটেন্স হিসেবে নিজের নিজের দেশে পাঠিয়েছেন। এতে অজস্র মানুষ ও দেশের উপকার হয়েছে ও হচ্ছে।
এটা মুদ্রার দুই পিঠ। কোনটাই আপনি অস্বীকার করতে পারবেন না।
২
ব্রাজিল বা ইতালিকে যেমন কঠিন প্রতিপক্ষ মনে করি, সৌদি আরবকেও সেভাবেই দেখি আমরা। বিশ্বকাপের প্রত্যেকটি ম্যাচই আমাদের জন্য কঠিন ম্যাচ, সিরিয়াস ম্যাচ হবে।
৩
কী ভুতুড়ে খেলা চলতেছে। অফসাইড ট্র্যাপ নামের নতুন ভুত।
৪
We’re in the great game now. And, the great game is dangerous. 🙂
৫
একটা সেরা দলের সাপোর্টারগুলি এত উগ্র, এই উগ্রতা দেখানোর সুযোগ পাইত না বলে লোকে ভুলেই গিছিল। আজ একটা অতি দুর্বল দল হেরে যাওয়ায় তারা যা দেখাইল, মনে থাকবে। আমাদের এলাকায় শুনলাম ওদের আনন্দ মিছিল হইয়া গেছে। মনে পড়বে, মারাকানায় তাদের হারাইয়াও আমরা পৃথিবীর শান্তি রক্ষা করেছিলাম। 🐸
খেলা চলবে – প্রথম রাউন্ডের উইট এবং ওয়াইন
১
আর্জেন্টাইন ফেনরা শান্তিকামী। দেখেন জর্মন দেশটা জাপানের কাছে হেরে গেলো, কিন্তু জর্মন সমর্থকদের আমরা পচাচ্ছি না। শুধু তাদের বলতে চাই – “তুমরা ডালে বসে গাছ কাটতে যাইও না। মেশিন ছেড়ে আবেগে আসো।”
২
এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবচেয়ে সুন্দর খেলাটা খেলতেছে স্পেন। পুরনো পাসিং ফুটবলের সাথে জাদুকরী বিল্ডাপ ও গতি। সাথে অনেক দিনের মিসিং যা ছিল তাদের, আজকে তা নেই – ক্লিনিকাল ফিনিশিং। অপূর্ব!
৩
আমার কাছে ফুটবলের সুন্দরতম ছবি এটা। মেয়ে দালমা বাপের মোজায় গুঁজে দিচ্ছে ফুল। দিয়েগো প্রয়াণের দুই বছর পার হয়ে গেলো। এই লোককে নিয়ে যা বলবো যথেষ্ট হবে না। আমি শুধু জানি, ফুটবল আর ম্যারাডোনা পৃথিবীতে সমার্থক। এবং, সম্ভত পৃথিবীর বাইরেও।
৪
মেসি একা যা করবে..
৫
Lord Morata is lord no more. What a goal! Feeling freaking awesome to see Germany choking golazos.😆 Viva Espana.
৬
জিগাইলাম, “ব্রাজিলের শক্তি নেইমারে না হলুদে?” জৈনক ফেনভাই বললেন, “সুইজারলেন্ড্রে ডুবায় দেয়ার মত পর্যাপ্ত হলুদের মজুত আমাদের আছে।” আশা করতেছি জম্পেশ একটা ম্যাচ দেখতে পারব।
৭
মানচন্দ্রের ম্যাচ প্রেডিকশন – ব্রাজিল ৩ : ১ সুজারলেন্ড 🐸
৮
মিসের বন্যা না লাগাইলে আজকে মানচন্দ্রের প্রেডিকশন অনুযায়ী ব্রাজিল তিন গোল কমপক্ষে করত। এইসব ফিনিশিং ইস্যু বড় মেচে হলুদ ফেক্ট্রিকে ভোগাবে। স্পেশালি প্রথম মেচে সুপার গোল করা রিচার্লিসন একটা ইস্যু।
৯
কই হ্যান্ড অব গড আর কই.. অমন সিচুয়েশন, অমন ডামি। কুখ্যাতি পাইতে পারত..
কিন্তু লোকটা তো দিয়েগো, চোখের সামনে দিয়া বিপ্লব ঘটাইয়া দেওয়া নিয়তির সন্তান।
ঐ ঘটনার মাত্র চার মিনিট পর শতাব্দীর সেরা গোলটাও দিছিল সে।
এ পৃথিবী একবার পায় তারে।
১০
আমরা জিতে গেলে আজ যা হবে, আমরা জিতে যাব। সমীকরণ কিলিয়ার।
১১
What a win Tunisia. They beat France! Historic. It will be a big inspiration for them, maybe for a generation to play better football in the coming days! You football, the great game.
১২
Take the ball, pass the ball, build up so quickly, and make the sublime chances. That’s what Argentina for you today. You wanted a team game, no? We are on.
১৩
I love Haruki Murakami. I love Yukio Mishima. I love Ryunsuke Akutagawa. I love Japan. Welcome the strange shore of a country, welcome to the round of sixteen. What a world cup it is, what a world cup. Unbelievable. 😍
১৪
হায় সুয়ারেজ! হায়। আপনার জন্য শোকগাথা লিখব।
কিন্তু, পর্টুগালকে হারাইল কোরিয়া। পৃথিবীকে জানিয়ে দিল নিজেদের কন্ডিশনে ইউরোপ রাজা। কিন্তু এশিয়া কত বদলাইয়া গেছে গত বিশ বছরে।
এশিয়ান সয়েলে ইউরোপ আর অবিসংবাদিত সেরা না। ঘাম ছুটে যাচ্ছে।
১৫
He scored (Vincent Abubakar) and got a red card with that “King o’the wal” smile.
The scoreboard is unbelievable. Cameron just made history! A big congratulations to this fabulous football-loving nation of Africa.
So, that famous bench of Brazil is not that effective. I’m not joking, anyway. 🙂
দ্বিতীয় রাউন্ডের অবিশ্বাস্য দিনকাল
১
আজকের ম্যাচের হিরো এমি মার্টিনেজ না ভাগ্য জানি না। লাউতারো নিশ্চিত চারটা গোল মিস করেছে। বাকি একটা ম্যাচেও ওরে আর দেখতে চাই না। নতুন কাউরে দিতে চাই না হিগুয়েনের ব্যাটন। কানের পাশ দিয়ে গেলো। আর মেসি, সে কত অসাধারণ খেললো, সব জলে যেতে বসেছিল লাউতারোর কারণে।
২
Was he (Messi) talking to stars? Is it this time? We believe, we hope so.
৩
The best team in this world cup is France. What a team. How finest they are playing at this level. Mbappe – Mr. Turtle is beyond any explanation.
৪
ক্রোটসদের নার্ভের কাছে হেরেছে আজ জাপান। ফুটবলে জিতেছে। অপূর্ব খেলেও বিদায় নিল তারা। আর সাথে শুরু হলো বিশ্বকাপের সবচেয়ে নেইলবাইটিং এপিসোডগুলোর। বিদায় জাপান। কাম ব্যাক ইভেন স্ট্রংগার।
৫
ব্রেজিলের তেজি ঘোড়া.. কোরিয়া ফাইট দিতে পারবে কি না অল্প কনসিড করার, সেইটা দেখার বিষয়।
..
যুথি আর আমি খেলা দেখতেছি। দুইজনেরই একসাথে মনে হইল এইটা – কোমলহৃদয় কোরিয়ানরা খেলতে খেলতে হুট করে নাচতে শুরু করবে। বিটিএসের গানের তালে তালে।
..
What a magnificent goal it is! Korea strikes back, though still little or no impact, it’s superb.
৬
ফ্যানডমে অজ্ঞাত রেসিজম থাকে, অধিকাংশ ক্ষেত্রে যাদের আলাদা চিন্তাভাবনা করার সক্ষমতা সুযোগ কোনটাই নেই, ওনাদের ক্ষেত্রে।
এনারা চারপাশের সবাই মিলে চিন্তা করেন, ব্যক্তি হয়ে উঠতে পারেন না, সুতরাং, চিন্তার যে স্থুল ধারা, ভিড়ের পক্ষে থাকা – এইগুলা ওনারা করেন। রেসিজম যে হচ্ছে, তা আলাদা করে ওনারা আইডেন্টিফাই করতে পারেন না।
কিন্তু শিক্ষিত লোক নিজেদের দাবি করেন, চিন্তাশীল বলেন, পড়ালেখা জানা লোক, খেলা বোঝা লোক – এই যে এইসব বলে নিজেদের অন্যদের চেয়ে উঁচুতে রেখে অন্যদের ছোট করার যে রেসিজমটা, এই কাজে কিন্তু উল্টো প্রমাণ হয়।
অর্থাৎ, নিজেদের বুঝদার চিন্তাশীল দাবি করা লোকগুলি তখন হয়ে ওঠেন আরেক রকমের মূর্খ। এবং রেসিস্ট হিসেবে ভয়ানক। এতে আরও চড়া সর পড়ে যখন এই কথিত চিন্তক বুঝদার শ্রেণী ক্ষেতের শ্রমিক, রিকশাচালক, গার্মেন্টস কর্মী বা এইরকম অন্যদের ফ্যানডম নিয়ে হাসাহাসি করে থাকেন।
ফুটবল উৎসবের লাইটওয়েট মোমেন্টে একটা ভারি পোস্ট দিলাম। এটা যাদের জন্য প্রযোজ্য, তারা আশা করি চিন্তা করবেন।
৭
জার্সির কারণে স্পেন উরুগুয়ের মত খেললো নব্বই মিনট অব্দি। মরক্কো খেললো পর্টুগালের মত। 😑
..
When you have nothing to lose, you play like it is your last game on earth. I’m gonna miss Spain so badly, it should have been a glorious tourney for them. But oh my my. Morocco made history. What spirit they have shown. We are having a world cup to remember for generations.
৮
এবং, বুদ্ধিমান ফুটবল স্পেশালিষ্ট ফেনদের কথা শুনে রোনালদোকে ছাড়া ম্যাচ শুরু করার ফলাফল হাতে পাইল পর্টুগাল। এসব ফেনরাই ফুটবলের সৌন্দর্য।
..
পর্টুগাল মাঠে যা চালাইতেছে তাকে বলে রাম্পেজ। অনেক টাকা দিয়ে টিকেট কেটে দর্শকেরা সিআরসেভেন দেখতে এলেও তা পাচ্ছে না। আবার রাগও করতে পারতেছে না। কীয়েক্টা অবস্থা।
কোয়ার্টার ফাইনালের শক ও শকতি
১
Croats are creating unexpected threats and possibilities. What a start to a game, high voltage for a reason.
..
নেইমার স্ট্রাইকস। বিউটিফুল, লিথাল। ❤️
..
What has just happened! My my!
২
Goooooalllllll… What a pass by Messi… And, Mollina, you are clinical! 😍😍😍😍
Goal! Unstoppable magic.
..
After Leo Messi, I’m also gonna retire from football. Boyosh hoiche, ar pari na..🐸
৩
ক্রিশ্চিয়ানো রোনালদো বড় মাপের প্লেয়ার, যে কিছুতেই তার কীর্তি ঢাকা পড়বে না। আজ ফুটবলের এক দুঃখী দিন, বিশ্বকাপে হয়ত তার শেষ ম্যাচ চলে গেল। কিন্তু, ইতিহাস নির্মাণ করেছে মরক্কো। ফুটবলের আলোকময় এক রাতও আজ রচিত হয়ে থাকবে। এশিয়ান বিশ্বকাপ আমাদের বলে চলেছে, Europe is europe when it is in europe.
৪
ফরাসিদের খেলে দাও সাহিব।
..
What a team, Les Bleus. Anyone of them can make a difference!
ইংলন্ড ম্যাচের মোমেন্টাম পাইছে। ক্যান দা সাহিবস ডু ইট?
সেমিফাইনাল – মহাযুদ্ধের পথে
১
Thats more like it…Leo… 😍😍😍😍
গোল অফ আ লাইফটাইম আলভারেজ! খেলে দাও! ❤️❤️❤️❤️😍😍😍😍
লিও মেসি আজকে খেলতেছে ভুতের মত। ডিফেন্ডাররা কেউ দেখতে পাইতেছে না। যেন ম্যারাডোনা ভর করেছে তার উপর।
ভাই ও বোনেরা, আজ আর বেশি কী বলব। আজ বেশি কিছু বলার নাই।
আপনারা যে দলেরই সাপোর্ট করেন, শুধু নিজেদের ভাগ্যকে ধন্যবাদ দিয়েন যে, লিও মেসির খেলা দেখতেছেন। এমন সৌভাগ্য সব জেনারেশনের হয় না। হওয়াটা সম্ভব না।
২
Alvarez was standing there like a dummy, everyone concentrated on Messi, thinking the man gonna turn the ball into the net until he passed the ball. And, Julian Alvarez netted it in a microsecond. Poetry. One of the best goals in the history of the world cup.
The Croats only conceded 5 goals throughout the tournament, and they conceded 3 of them in a single match against Argentina. They have had the best defensive line so far. Just they were not up to the mark for a little boy from Rosario, Lionel Messi, and his beloved team Argentina.
I can retrospect each moment of this match tirelessly for my entire life.
৩
মরক্কো অল্রেডি ইতিহাসের সামনে দাঁড়ানো। কিন্তু, লিথাল গোল। ফ্রান্সের যে কেউই ক্লিনিকাল। সুপার্ব।
মরক্কো লেজিট সেমি ফাইনালিস্ট। বিশ্বকাপের হাইভোল্টেজ অনেক দলের চেয়ে ভালো খেলে আসতেছে তারা। আজকেও খেলতেছে।
ফ্রান্সের সবচেয়ে ইফেক্টিভ প্লেয়ারটার নাম গ্রিজম্যান। বার্সা তারে দিয়া কেন শুধু গোল করাইতে চাইত, আজও মাথায় আসে না।
ফাইনালের আগে – দিন ও রাতের রুদ্ধশ্বাস
১
কী নাটকীয়তা, কী ছন্দে, কী এই শ্রেষ্ঠতম খেলাটির অভাবিত সৌন্দর্যে – কাতার বিশ্বকাপ হয়ে রইল আমার স্মৃতির সবচেয়ে সেরা বিশ্বকাপ। আর একটা দিন। এক মাসের এই যজ্ঞ শেষ হবে। আর মাত্র একটা অংশ বাকি পূর্নতার৷ বিশ্বাস করি তা হবে। বিশ্বাস করি আর্জেন্টিনা আর মেসির হাতে উঠবে স্বপ্নের সোনালী ট্রফি।
তারপর? সব কথা শেষ হলে, ফুরালে সব উৎসব, সভা ও শোভা – লিও মেসি তুলে রাখবেন তার বুটজোড়া? আমরা ঘরে ফিরব। অবসর ও ক্লান্তি নামবে। স্মৃতির বাগানের চেনা পথ ধরে ধরে আমরা শুধু যেন ফিরে আসব সেই অবিস্মরণীয় রাতে। তাই যেন হয়। হোক।
২
Patience. A few more hours. Nothing can change the fact that Leo Messi is the greatest of all time.
The trophy will make all of us happy, so much, so much that we may never be able to fathom how deeply we are going to be affected by it.
A part of our life is going to be fulfilled or shattered tonight. No matter what, we keep loving that little boy from Rosario, we keep loving that sky-blue passion.
I just want me to stay calm. Because, from tonight, our life is going to change. Estoy listo.
৩
ঘুম থেকে উঠেছি দুপুরে। আজ ভাঙা হাতে ব্যাথাটাও বেশি, শীতের কারণে হতে পারে। টেবিলে পাঁচ খণ্ডের ডিলাক্স এডিশন ঝকঝকে নতুন স্যান্ডম্যান। অথচ হাত লাগাতে ইচ্ছে করছে না। প্রচণ্ড চায়ের তৃষ্ণা হচ্ছে। চা খাচ্ছিও। কিছুই ভাল লাগছে না। এইরকম অস্থিরতার নাম প্রচণ্ড শৈত্য প্রবাহের মৌসুমে সূর্যের জন্য অপেক্ষা। আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। নার্ভ তার সহ্যের কিনারে এসে দাঁড়িয়ে আছে। হে আল্লাহ, রক্ষা করো।
৪
আজ আর্জেন্টিনাকে জিততে হইলে পৃথিবীর সেরা প্রতিপক্ষরে হারিয়েই জিততে হবে। চ্যাম্পিয়ন হতে এর বিকল্প নেই। দলের সেই সামর্থ্য আছে। খেলেই জিততে চাই আমরা। সঙ্গে চাই সৌভাগ্য। সে আমাদের সঙ্গে থাকুক।
ফ্রান্স বনাম আর্জেন্টিনা – মহাযুদ্ধ কিংবা শতাব্দীর সেরা ফাইনাল
Now is the time. Believe.
এই আমাদের রাজা.. লিও..
ডি মারিয়া ইউ লাভ… গুড়াইয়া দাও ওদের…
They keep hitting De Paul. And, he is playing like a lion
Get it, Leo Messi. You better get it. 😭
এ জীবন পূর্ণ। এ জীবন পূর্ণ।
ফাইনালের পর – লিওনেল মেসির বিশ্বকাপ, ৩৬ বছর পর বিশ্বকাপ আর্জেন্টিনার
১
ফুটবলের জন্য জীবন দেয়া কাকে বলে, আমরা আর্জেন্টিনার সমর্থকেরা বুঝি।
৩৬ বছর পর এলো এই শিরোপা। আমি আসলে লিখতে পারছি না। আমার হাত কাঁপছে।
আপনারা শুধু মনে রাখবেন এই অসাধারণ দলটার কথা। তুমুল পরাক্রমশালী ফ্রান্সের চেয়ে আমরা আজ ভালো খেলেছি।
আর ভাগ্য আমাদের সাথে ছিল, এই ম্যাচের ভাগ্য যে স্বয়ং লিখে রেখেছিলেন নিয়তি।
আপনারা মনে রাখবেন লিও মেসির নাম। সর্বকালের সেরা। আমাদের যে অপার আনন্দে সে ভাসিয়েছে গত পনেরো বছর, পৃথিবী তাকে সেই আনন্দের প্রতিদান দিল।
এভাবে সিনেমার মত হয় জীবন।
লিও মেসি বিশ্বকাপ চাম্পিয়ন। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়ন আমরা সবাই, সারা বিশ্বের অযুত কোটি দর্শক।
আর, মিস ইউ দিয়েগো। আমরা জানি, আপনি দেখছেন দূরে কোথাও বসে, নক্ষত্রের ঐ পার থেকে। আপনার জন্য ভালবাসা।
আজ আমরা আনন্দে কাঁদছি।
২
Diego would be so proud! From that distant star, so close but we never see it. It’s a feeling, a joy, that has no explanations. I can’t sleep tonight. And, maybe I don’t want to.
৩
পোস্ট দিতে গিয়ে মনে হইতেছে ওয়ান্ডারল্যান্ডে আছি। সব ক্লাসিক। সব মনের মত ছবি আর ভিডিও। মন পছন্দ যা বেছে নাও, সব তোমার।
৪
এই বিশ্বকাপের মহানায়ক লিওনেল মেসি। আর ফাইনাল যে দুজনের নামে উৎসর্গীকৃত, তাদের প্রথম জন আনহেল ডি মারিয়া।
ডি মারিয়া যত বড় মাপের প্লেয়ার, সে তুলনায় মিডিয়া, ফ্যান ও প্রতিপক্ষদের মাঝে তেমন আলাপ কমই হয়। বরাবর আনসাং হিরো।
অথচ, কে না মানবে লিও মেসির আর্জেন্টিনা যতগুলো ফাইনাল খেলেছে, সেসব ফাইনালে যখন ডি মারিয়া গোল করেছে, শিরোপা জিতেছে আর্জেন্টিনা। অলিম্পিক, অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিজমা, বিশ্বকাপ সবগুলো ফাইনালে।
২০১৪’র ফাইনালে সে ছিল না ইনজুরির কারণে। ফলাফল আজও আমাদের কাঁদায়। ২০২২ এ সেই কান্না এলো আনন্দের রূপ নিয়ে। আমাদের লাকি চার্ম মারিয়া।
কাতার বিশ্বকাপের ফাইনালে যতক্ষণ সে মাঠে ছিল, ফরাসি রক্ষণকে নাচিয়ে ছেড়েছে।
ডি মারিয়া, আপনার জন্য ভালবাসা। এই ট্রফি, এই গ্লোরির আপনি সমান বিজেতা।
৫
আর্জেন্টিনা জাতীয় দলে এমির আবির্ভাবটাও রূপকথার মত। স্কালোনি তাকে টিমে ডেকেছিলেন, কিন্তু অটোচয়েজ ফ্রাংকো আরমানির জন্য সুযোগ পাচ্ছিলেন না মাঠে।
কোপা আমেরিকা ব্রাজিল, ২১ সালের আসর। আরমানির অসুস্থতা। সেটা যেন এমি আর আমাদের জন্য আশির্বাদ হয়ে এলো।
এক আবেগী তরুণের উন্মাতাল সব সেইভ দেখেছিল বিশ্ব ঐ কোপা আমেরিকায়, ৯৪ সালের পর যেই শিরোপা ছিল আমাদের প্রথম, সবেধন নীলমণি।
এমি হাসেন। অপোনেন্টকে বুলি করেন, উদ্ভট (অশ্লীল 😛) নাচে সবাইকে হাসান। এমি তার পজিশনিং আর উচ্চতায় সবাইকে চমকে দেন। আর পেনাল্টি শুটআউটে যেন ভাগ্য প্রদত্ত দুটি হাত আর সেন্স নিয়ে এসেছেন তিনি পৃথিবীর ওপার থেকে।
আবেগী এমি বলেন, মেসির জন্য বিশ্বকাপ জিততে চাই। মেসির জন্য দিতে পারি জীবন। আমরা আপ্লুত হই, প্রতিপক্ষ হাসে।
কিন্তু কোপার ফাইনালে মেসিকে জড়িয়ে তার কান্না সবাইকে কাঁদায়।
কাতার বিশ্বকাপেও একই প্রতিজ্ঞা নিয়ে এসেছিলেন তিনি। দেশের জন্য জিততে চান, ঘুচাতে চান আকাশী নীলদের ৩৬ বছরের শিরোপা খরা। আর বিশ্বকাপটা তিনি জিততে চান প্রিয় নেতা লিওর জন্যেও।
যথারীতি কী বিশ্বকাপটাই না তিনি কাটালেন। যতটা প্রশংসার যোগ্য তিনি, পাচ্ছিলেন কী? তিনি অনেক বড় ক্লাবে খেলেন না, গায়ে মাল্টিমিলিয়ন ডলার ট্যাগ নেই।
কিন্তু, সারা পৃথিবী অবাক হয়ে দেখল এমি মার্টিনেজের সাড়ে ছয়ফুট দেহের ছায়া কত দীর্ঘ হয়ে পড়ে থাকবে এই বিশ্বকাপে। অমরত্বের সূচনা হলো তার উড়ন্ত অবয়বে।
২০১৪ সালের রিপিট হতে চলেছিল, অতিরিক্ত সময়ের একেবারে ঘন্টা বাজার আগে আগে। ঐ তার জাদুকরী পায়ে আটকে গেলো ফ্রান্সের দুর্বার টিমের সব স্বপ্ন।
বাকিটা এমি হাত দিয়ে করে দেখিয়েছেন। মনে পড়ে ফাইনালের আগে বলেছিলেন, “গোল পোস্ট তালাবন্ধ হে ফরাসিরা। তালা খুলতে হলে আমাকে খুন করতে হবে আগে।”
তালাটা লকই রাখলেন এমি, দরজা খুলে বিশ্বকাপ পরপর দুইবার জেতা হলো না ফরাসিদের বা কিলিয়ান এম্বাপ্পে নামের আরও এক হার বা মানা যোদ্ধার।
ভালবাসা আপনাকে দিবু। আমাদের দিবু মার্টিনেজ। লিও মেসির স্বপ্নের অমরত্ব যাত্রায় আপনার নামটাও স্বর্নাক্ষরে লেখা হয়ে থাকল।
৬
তারিখটা শেষ হয়ে যাচ্ছে। আর কয়েক মিনিট। এই পোস্ট স্কালোনির জন্য।
নিজের যাবতীয় ভুলগুলো নিয়েও এই লোক কত বড় ট্যাকটিকাল জিনিয়াস, পৃথিবী বুঝতে পারছে।
জানা নেই, বিশ্বকাপ জেতা সবচেয়ে কম বয়সী কোচ কিনা সে। সুস্থ হলে স্কালোনির ট্যাকটিকাল জার্নি এনালিসিস করে তাকে নিয়ে একটা বিস্তারিত লেখার ইচ্ছা পুষে রাখলাম।
গ্রাসিয়াস, লিওনেল স্কালোনি। আমাদের বিশ্বকাপ জয়ের নেপথ্য কারিগর। টেক আ বাউ।